চুকনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ | আপডেট: ৬:৪১:অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার(২৮ জুন) দিনব্যাপী চুকনগর, কাঠালতলা ও খর্নিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মোছাঃ শাহনাজ বেগম। এ সময় সরকারি গণবিজ্ঞপ্তির আদেশ লঙ্ঘন করে দোকানপাট খুলে রাখা, রাস্তা চলাচলে মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার অপরাধে ৫টি মামলায় মোট ৩২হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। করোনা ভাইরাসভ্রাম্যমানে জরিমানা সংবাদটি ৬৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু