চুকনগরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ কেটে দেয়ার অভিযোগ প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ | আপডেট: ১:৫৬:অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তারা গাছ কেটেই ক্ষান্ত হয়নি। বিষয়টি নিয়ে জানাজানি করার কারণে পরিবারের কর্তাসহ ৪জনকে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে। উপজেলার বরাতিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ মল্লিকের পুত্র বেদানন্দ মল্লিক জানায়, প্রায় ১৫ বছর আগে বাগেরহাট থেকে শিশু পুত্র সবুজ রায় চৌধুরীকে নিয়ে গৌরি রায় চৌধুরী নামে এক মহিলা অসহায় অবস্থায় তাদের কাছে এসে একটু মাথা গোজার ঠাঁই হিসাবে একটু জমি চায়। এ সময় তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে ৪ শতক জমি বিক্রয় করে তাদের কাছে। সেই থেকে তারা পুরো পরিবারটি তাদের উঠান দিয়ে চলাচল করে। এনিয়ে ইতিপূর্বে তাদের সাথে কোন ঝগড়া বিবাদ হয়নি। কিন্তু বর্তমান সময়ে এসে তাদের উঠান দিয়ে রাস্তা বানানো পায়তারা করে আসছে তারা। এনিয়ে তারা আটলিয়া ইউনিয়ন পরিষদ বরাবর একটি লিখিত অভিযোগও করেছে । বর্তমানে বিষয়টি বিচারাধীন। এমতাবস্থায় গত ২৬ জুলাই সকালের দিকে তিনিসহ তাদের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুবাদে গৌরি রায় চৌধুরী ও তার পুত্র সবুজ রায় চৌধুরীর নেতৃত্বে এলাকার কিছু উৎশৃংখল পোলাপান নিয়ে তাদের উঠানের সীমানায় লাগানো আম, পেয়ারা, সুপারী, মেহগনি, পেপে, চুই, তুলসী, শিউলি ফুল, ঝাল ও বেগুনের ফলন্ত গাছ কেটে দিয়েছে। এসংবাদে তিনি সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে আসলে তারা বিষয়টি নিয়ে জানাজানি করলে জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এভাবে জোর পূর্বক উঠানের গাছ গুলো কেটে দেওয়ার ঘটনা তারা মিশনের কর্মকর্তাদের জানানোর কিছুক্ষন পর গোবিন্দ বিশ্বাসের পুত্র রিপন বিশ্বাস তাদের বাড়িতে হামলা চালিয়ে তাকে সহ তার, স্ত্রী, ২কন্যা ও বোনকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর থেকে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। এ ব্যাপারে গৌরি রায় বলেন, তাদের কাছ থেকে জমি ক্রয় করার সময় রাস্তা দেয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা রাস্তা না দেয়ার কারণে তারা গাছ কেটে রাস্তা বের করে নিয়েছে। সংবাদটি ৬০৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু