চুকনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২২ | আপডেট: ১১:১৩:পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২২ চুকনগরে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে পুকুরের পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির নাম মুকিত (৫)। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মিলন শেখের পুত্র। পারিবারিক সূত্র জানায়, দুপুর ১টার দিকে শিশু মুকিত মাকে বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এরপর বেশ কিছুক্ষন সে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। একপর্যায়ে জুম্মার নামাজ শেষে দুপুর ২টার দিকে পুকুরে নেমে তাকে খুঁজতে থাকে লোকজন। এক সময় মুকিতকে পাওয়া যায় ঠিকই। কিন্তু ততক্ষনে সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। মুকিতের লাশ পুকুর থেকে তুলে আনা হলে পিতা মাতা ও আপনজনদের ক্রন্দনে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। অবশেষে বিকেলে এক বেদনা বিধুর পরিবেশে তাকে দাফন করা হয়। সংবাদটি ৮১৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু