চুকনগরে নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাড ভ্যান খাদে প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ চুকনগরে নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাড ভ্যান খাদে। চুকনগরে নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাড ভ্যান খাদে গুরুত্বর আহত ড্রাইভার। বুধবার ভোরে চুকনগর যশোর মহাসড়কের কাটাখাল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, দ্রুতগতি সম্পন্ন মালবাহী আরএফএল কোম্পানির একটি কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-১২-০৮৪৭)বুধবার ভোরে চুকনগর যশোর মহাসড়কের কাটাখাল নামক স্থানে পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ভ্যানটি দুমড়ে মুসড়ে যায়। এতে কার্ভাড ভ্যানের ড্রাইভার ভ্যানের ভিতরে আটক পড়ে যায়। এ সংবাদ চুকনগর হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিনের ইনচার্জ তানভীর আহম্মেদ এর নেতত্বে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংঙ্কাজনক। এরির্পোট লেখা পর্যন্ত দূর্ঘটনায় কবলিত কার্ভাড ভ্যানটি হাইওয়ে থানার পুলিশের নিয়ন্ত্রনে ছিল। সড়ক দূর্ঘটনা সংবাদটি ৩৯৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু