চুকনগরে নিরাপদ উদ্যান তাত্ত্বিক ফসল উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ | আপডেট: ৮:৩৪:অপরাহ্ণ, জুন ৭, ২০২০ চুকনগরে নিরাপদ উদ্যান তাত্ত্বিক ফসল উৎপাদন বিষয়ক এক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে চাকুন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসান। বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার যথাক্রমে আশুতোষ দাস, ইখতিয়ার হোসেন ও ইসরাত আলম পৃথ্বী, ইউপি সদস্য মোস্তফা সরদার প্রমুখ। এছাড়া সকালে রোস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুরুপ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সংবাদটি ৩৮৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু