চুকনগরে ডাঃ রাজিব সরদার করোনায় আক্রান্ত

ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনজিৎ সরদারের পুত্র, তালা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চুকনগরের কৃর্তি সন্তান ডাঃ রাজিব সরদার করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল তার শরীরে করোনায় সিনটম দেখা দিলে টেষ্টের ফলাফল করোনা পজেটিভ আসে।

ডাঃ রাজিবের পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সরকারী ভবনের আইসোলেশনে আছে। তিনি শারিরীকভাবে সুস্থ ও মানুষিকভাবে যথেষ্ট শক্ত আছেন।