চুকনগরে কলেজের আলমারিতে থাকা কাগজপত্র উইপোকায় নষ্ট করে ফেলেছে প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ | আপডেট: ৮:২৬:অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ চুকনগর মডেল মহিলা কলেজের আলমারীর প্রয়োজনীয় কাগজপত্র উইপোকায় নষ্ট করে ফেলেছে। চুকনগর মডেল মহিলা কলেজের আলমারিতে থাকা প্রয়োজনীয় সকল কাগজ পত্র উইপোকায় নষ্ট করে ফেলেছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মোঃ মঈনুর রহমান বৃহস্পতিবার ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। প্রাপ্ত সাধারণ ডাইরী সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির কারনে উপজেলার চুকনগর মডেল মহিলা কলেজের অফিস কক্ষের আলমারী দীর্ঘ ১০মাস ধরে খোলা হয়নি। এমতাবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের শিক্ষক কর্মচারীদের নিয়ে সভা আহবান করেন তিনি। সে মোতাবেক বৃহস্পতিবার যথা সময়ে সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে বিশেষ প্রয়োজনে আলমারী খুলে তিনি দেখেন সমস্ত আলমারী জুড়েই উইপোকা বাসা বেঁধেছে। এতে কলেজের রেজুলেশন বুক, তহবিল রেজিষ্টার, ক্যাশ বুক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতা ও কাগজপত্র খেয়ে নষ্ট করে ফেলেছে। সংবাদটি ২৫৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু