চুকনগরে ইউপি সদস্যের কাছে এতিমের টাকা ফেরত চাওয়ায় ৩জনকে পিটিয়ে জখম: অভিযোগ দায়ের প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ | আপডেট: ২:৪৯:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে আর্থিক লেনদেনের ঘটনায় ৩জনকে পিটিয়ে জখম। ইউপি সদস্যসহ ৫জনের নামে অভিযোগ দায়ের। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত শওকাত আলী গাজীর পুত্র জাহিদুল ইসলাম গাজীর পরিবারের সাথে একই গ্রামের মৃত এরশাদ আলী মহলদারের পুত্র ও ইউপি সদস্য আব্দুস সালাম মহলদারের টাকা পয়সা লেনদেনের কারণে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। গত ২৭/০৩/২০২০ ইং তারিখে এঘটনায় জের ধরে বাদী সহ তার চাচাতো ভাই আক্তারুজ্জামান লিটন ও বিল্লাল হোসেন নরনিয়া মধ্যপাড়া জামে মসজিদ হতে জুম্মার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে আবু তাহেরের চায়ের দোকানের সামনে পৌছুলে ইউপি সদস্য আব্দুস সালাম মহলদার(৫৫), তার পুত্র আবুল কালাম মহলদার(৩৫), মৃত নছিমুদ্দিন গাজীর পুত্র মোঃ আনছার গাজী(৫৫), মৃত এবাদ আলী মোড়লের পুত্র আশ্বাব আলী মোড়ল(৪৫) ও আনছার আলী গাজীর পুত্র আব্দুল হালিম গাজী(৩০)সহ ৩/৪জন লোহার রড, শাবল ও বাঁশের লাঠিসোটা এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক বাদীর চাচাতো ভাই বিল্লাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। বিল্লালকে মারপিট করার সময় বাদী ও তার চাচাতো ভাই আক্তারুজ্জামান লিটন ঠেকাতে গেলে তাদেরকে পিটিয়ে ফোলা জখম করা হয়। এঘটনায় নরনিয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সালাম মহলদার সহ ৫জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে বাদী জাহিদুর রহমান বলেন, তার ভাই রফিকুল ইসলাম ২০০৬ সালে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়। সে সময় তার চিকিৎসার জন্য চুকনগর বাজার থেকে প্রায় ৬০হাজার টাকা আদায় করা হয়। কিন্তু টাকা আদায়ের পরের দিনই তার ভাই ইন্তেকাল করেন। তার ভাই মারা যাওয়ার পর সকল টাকা সালাম মেম্বরের কাছে ছিল। দীর্ঘ ১৫বছর ধরে তার মাতা, মৃত ভাইয়ের স্ত্রী ও এতিম সন্তান রিফাত একাধিকবার তার কাছে টাকা চাইতে গেলে মাঝে মধ্যে কিস্তিতে কিছু কিছু করে টাকা দেয়। এঘটানয় জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম শালিসও করেছে। ঘটনার দিন জুম্মার নামাজের আগে তার কাছে টাকা চাইতে যাই। কিন্তু সে টাকা না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলে কোন প্রতিবাদ না করে নামাজ পড়তে চলে যাই। কিন্তু নামাজ শেষে বাড়ি ফেরার পথে টাকা চাওয়ার অপরাধে আমাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে পিটিয়ে জখম করা হয়। ইউপি সদস্য আব্দুস সালাম মহলদার বলেন, তুচ্ছ ঘটনায় তার পুত্রের সাথে তাদের সামান্য বাকবিতন্ডা হয়। এর বাইরে কোন ঘটনা ঘটেনি। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি ৩৫৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু