চুকনগর খুলনা মহাসড়কে বাস মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৫ প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২০ | আপডেট: ১১:৫৩:পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগর খুলনা মহাসড়কে বাস মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে মোসলেম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের মেসার্স লতিফ ফিলিং স্টেশনের সামনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে চুকনগর থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী একটি মাহিন্দ্রা মেসার্স লতিফ ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য পাম্প এর দিকে যাওয়ার সময় জিয়েলতলার জয় মা বার থেকে ফেরা একটি বাস মাহিন্দ্রা কে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোসলেম উদ্দিন (২২) নিহত হয় এবং কমবেশি আহত হয় আরো ৫জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস চুকনগরে সড়ক দূর্ঘটনানিরাপদ সড়ক চাইমুখোমুখি সংঘর্ষে নিহত সংবাদটি ২৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু