গত তিন দিনে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে ৩৬টি পেঁয়াজবাহি ট্রাক, যার বেশীরভাগই নষ্ট প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ | আপডেট: ৬:৩২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আজ সোমবার দুপর ২ টায় আরো এক ট্রাক পেয়াঁজ আমদানী হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মোট ৩৬টি ট্রাকে প্রায় সাড়ে ৯’ শ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এর আগে রোববার সন্ধ্যায় ৫ টি ট্রাকে ১০৮ মেট্রিক টন ও শনিবার ৩১টি ট্রাকে ৭২১ মেট্রিক টন মেট্রিকটন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা বন্দরে প্রবেশ করে। তবে, এসব পেঁয়াজের বেশীরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুন ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত পেঁয়াজের ট্রাকের কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৩৭ টি পেঁয়াজের ট্রাক গত তিন দিনে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে, ভারতে ঘোজাডাঙ্গায় প্রায় এক সপ্তাহ যাবত আটকে থাকায় এসব পেঁয়াজের বেশীরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুন ক্ষতির সম্মুখিন হয়েছেন। তিনি আরো জানান, আরো ১০ থেকে ১২ ট্রাক পেঁয়াজ ছাড় করানো রয়েছে। সে গুলো আজ সোমবার থেকে পর্যায়ক্রমে ভোমরা বন্দরে প্রবেশ করবে। এছাড়া, এখনও দুই শতাধিক পেঁয়াজ বাহি ট্রাক ভারতে আটকে রয়েছে। এরমধ্যে কিছু পেয়াজ ফিরে যাচ্ছে আর কিছু পেয়াজ সেখানে আনলোড করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছে ব্যবসায়ীরা। তবে, ভারতীয় পারে অপেক্ষমাণ এসব পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুতি থাকলেও তা প্রবেশের অনুমতি দিচ্ছে না দেশটির সরকার। ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, আজ সোমবার দুপর ২ টায় আরো এক ট্রাক পেয়াঁজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এর আগে গত দুই দিনে এ বন্দর দিয়ে মোট ৮২৯ মেট্রিকটন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। তিনি আরো জানান, আজ আরো কিছু পেয়াজের ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কান্তি দত্ত জানান, পেঁয়াজে পচন ধরায় শনিবার পাঁচ ট্রাক পেঁয়াজ স্থানীয়ভাবে বিক্রি করে দিয়েছেন আমদানিকারকরা। রোববার আরও কয়েক ট্রাক পেঁয়াজ কমমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি পেঁয়াজবাহী ট্রাক ঘোজাডাঙ্গা বন্দর থেকে ফিরে গেছে বলে জানা গেছে। এসজি/ডেক্স সংবাদটি ৬০৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান