কেশবপুরের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম আর নেই প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ | আপডেট: ৩:৩২:অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রায় এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৮ মার্চ সড়ক দুর্ঘটনায় তার মোটরসাইকেল চালক আবদুল হান্নান মোড়ল ঘটনাস্থলেইমারা যান । নিহতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত ৮ মার্চ (রবিবার) আনুমানিক রাত ৮ টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম (৬৭) এবং তার মোটরসাইকেল চালক দেউলি গ্রামের নিছার আলী ছেলে হান্নান মোড়ল (৩৫) মূল সড়কে উঠার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা ব-৭৯) তাদেরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবদুল হান্নান মোড়ল মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান । মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়া হয়। ঢাকার একটি হাসপাতালে প্রায় এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে মৃত্যুবরণ করেন। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ২১১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু