কেশবপুরে পুকুরে লাল শাপলার নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধতা প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৫:৪৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ যশোরের কেশবপুর উপজেলা পরিষদের পুকুর লাল শাপলা ফুলের অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে। পাতার ফাঁকে ফাঁকে সাজিয়ে বসেছে যেন আবির রাঙ্গানো রূপের মোহনভঙ্গিমা। উপজেলা পরিষদে সেবা নিতে আসা মানুষ লাল শাপলা ফুলের ওই অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়ছেন। আবার অনেকেই স্মৃতির মণিকোঠায় ধরে রাখার জন্য ছবিও তুলছেন। ওই পুকুর পাড়ে অবস্থিত উপজেলা নির্বাচন ও আমার বাড়ি আমার খামারের অফিস। এ দুটি অফিসে সেবা নিতে আসা মানুষ লাল শাপলার নয়নাভিরাম দৃশ্য চোখ ভরে দেখতে উপস্থিত হচ্ছেন আগেভাগেই পুকুর পাড়ে। প্রকৃতিপ্রেমীরাও লাল শাপলার রূপ বৈচিত্র দেখে প্রকাশ করছে তাঁদের মুগ্ধতা। বৃহ¯পতিবার উপজেলার নির্বাচন অফিসে সেবা নিতে আসা নারগিস খাতুন, হাবিবুর রহমান, শারমিন আক্তার, আজিজুর রহমানসহ আরও কয়েকজন ওই পুকুরে ফোটা লাল শাপলার নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে বলেন, সত্যিই প্রকৃতির এ দৃশ্যে মন ভরে গেলো। আমরা আগে সাদা শাপলা ফুল দেখলেও এই প্রথমবার লাল শাপলা দেখলাম। শিক্ষার্থীরা সকালে পুকুর পাড়ে উপস্থিত হয়ে মোবাইলে লাল শাপলার সৌন্দর্য ধারণ করেও নিজেদেরকে আনন্দিত করে তুলছে। উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, তার অফিসের সামনের পুকুরে লাল শাপলা ফুলের দৃশ্য দেখে শিশুরা উৎফুল্ল হয়ে পড়ছে। অফিসে সেবা নিতে আসা মানুষও উপভোগ করছেন ফুলের সৌন্দর্য। উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, তার কোয়াটারের পাশে পুকুরে লাল শাপলার সৌন্দর্য খুবই উপভোগ্য হয়ে উঠেছে। সংবাদটি ৪০৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু