কেশবপুরে নৈশ প্রহরীকে বেঁধে মেশিনারী দোকান লুট: চরম অতঙ্কে ব্যবসায়ীরা প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ | আপডেট: ৩:০২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুর শহরের ট্রাক টার্মিনাল এলাকায় রোববার দিবাগত রাতে একদল ডাকাত দুই নৈশ প্রহরীকে বেঁধে একটি মেশিনারী দোকানের তালা ভেঙ্গে প্রায় সাড়ে ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক রায়হান থানায় অভিযোগ করেছেন। এ নিয়ে গত দুই দিনে ৯ টি দোকানে চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, শহরের মধ্যকুল এলাকার সাবেক অধ্যাপক নিজামউদ্দীনের ছেলে রায়হান ট্রাক টার্মিনাল এলাকায় রায়হান মেশিনারী নামে একটি দোকানঘর করে ব্যবসা বাণিজ্য করে আসছেন। ওই এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেন শিবুপদ ঘোষ ও কালু শেখ। শিবুপদ ঘোষ জানান, ভোর রাত ৪ টার দিকে যশোর থেকে ট্রাকযোগে আসা ৮ থেকে ১০ জন মুখোশ পরা যুবক ট্রাক টার্মিনাল এলাকায় আসে। তাদের কিছু জিজ্ঞাসা করার আগেই তারা আমাদের দু’জনকে জিম্মি করে হাত ও পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। পরে ওই দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ট্রাকে তুলে চুকনগরের দিকে নিয়ে যায়। দোকান মালিক রায়হান সরদার জানান, দূর্বৃত্তরা দোকান ঘরের সার্টারের তালা ভেঙে নগদ ৩২ হাজার টাকা, ৫ লাখ টাকা মূল্যের ২২ সেট ব্যাটারী, ২ লাখ টাকা মূল্যের ২৫ টি বৈদ্যুতিক মোটর ও একটি লোহার সিন্ধুকসহ ৮ লাখ ৩২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া, গত শনিবার দিনগত রাতে শহরের থানা মোড় এলাকায় দোকান ঘরের সার্টার উঁচু করে এক রাতে আসমা মেডিকেল হল, মৌসুমী মেডিকেল হল, নিউ মামা ভাগ্নে বস্ত্রালয়, রহমান বস্ত্র বিতান, কালাম স্টোরের মুদি দোকান, লৎফর রহমানের ইলেক্ট্রনিক্সের দোকান, আলম টেলার্স এন্ড শাড়িঘর ও ইবনেসিনা পেপার হাউজসহ দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা নগত প্রায় ৪২ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। একের পর এক চুরির ঘটনায় কেশবপুর শহরের ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ব্যাপারে থানার ইন্সপেক্টর (তদন্ত) ওহিদুজ্জামান বলেন, ওই দোকানের মালামাল নিয়ে যাওয়ার ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রহস্য উদঘাটনে ট্রাক টার্মিনাল এলাকার নৈশ প্রহরী শিবুপদ ঘোষ ও কালু শেখকে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ৩০৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু