কেশবপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০ | আপডেট: ৮:০৯:অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০ কেশবপুরের পল্লীতে একই ঘরে গলায় ফাঁস দিয়ে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানা পুলিশ জানায়, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন(৩০) ও তার স্ত্রী রেনুকা বেগম(২৫) শুক্রবার বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। নিহত শামীমের চাচা আরিজুল ইসলাম বলেন, শামীমের সালমান নামে ৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে। শামীম বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করতো তবে সে ঋণগ্রস্থও ছিলো। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন জানান, পারিবারিক কলহের কারনে তারা আত্মহত্যা করতে পালে বলে ধারনা করা হচ্ছে। পাশাপাশি শামীম ঋণগ্রস্থও ছিলো। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারন ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। আত্মহত্যা সংবাদটি ৬০২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু