কালিগঞ্জের মৌতলা ইউপি’র সদস্য সালমান রহমান ডালিম বরখাস্ত প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২০ | আপডেট: ১২:০০:পূর্বাহ্ণ, জুন ৬, ২০২০ ভিজিডি’র উপকারভোগীদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য মীর সালমান রহমান ডালিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী গত ৩১/০৫/২০২০ তারিখে ৪৬.০০.৮৭০০.০১৭.২৭.০০২.১৭ (অংশ-১)-৫০৪ নম্বর স্বারকে এক পত্রে এ বরখাস্তের আদেশ জারি করেন। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক দোষ প্রমাণ হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সুপারিশের প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী জনস্বার্থে ইউপি সদস্য মীর সালমান রহমান ডালিমকে বরখাস্তের আদেশ প্রদান করা হয়েছে বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। সংবাদটি ৪৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু