কালিগঞ্জের ভদ্রখালীতে মুদি দোকান আগুনে পুড়ে ছাই: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ | আপডেট: ৮:৪৩:অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

কালিগঞ্জের ভদ্রখালীতে ঈদগাহ জামে মসজিদের সামনে অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম এর মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে মালামালসহ দোকান পুড়ে এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান। রাত ১টার দিকে নেভানো হয়েছে আগুন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ক্ষতিগ্রস্থ দোকান মালিক রফিকুল ইসলাম জানান রাতের আধারে আমার দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নগদ টাকা সহ বিভিন্নরকম মালামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। হঠাৎ আগুনের খবর পেয়ে বাড়ি থেকে এসে আমরা তরিঘরি করে বাহিরে বের হয়ে দেখি আমার দোকান গৃহ পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

এ সময় আমরা ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে তখন তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই কিন্তু ততক্ষণে দোকানের মালামালসহ দোকান গৃহ পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় ঘটনাস্থলে আসা স্থানীয়রা প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা