কালিগঞ্জে ৯২ পিচ ইয়াবা সহ গ্রেফতার- ২

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৫:৪২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯২ পিস ইয়াবাসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো উপজেলার মৌতলা ইউনিয়নের মধ্য মৌতলা গ্রামের আবুল খায়ের এর পুত্র ইয়াসিন আরাফাত(১৮), একই ইউনিয়নের নামাজগড় গ্রামের শেখ শাহ আলম(৫৫)।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

থানা সূত্রে জানা যায়, (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক আজিম উদ্দিনের নেতৃত্বে কনস্টেবল আশিক মালিতা, আব্দুস সামাদ, নুর আলমসহ সঙ্গীয় ফোর্স উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় এলাকা থেকে ৯২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা