কালিগঞ্জে পা চালিত হাত ধোয়া মেশিনের উদ্ভাবন উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, মে ১৫, ২০২০ হাতের স্পর্শ ছাড়া জীবানু মুক্তকরন আধুনিক প্রযুক্তি পা চালিত হাত ধোয়া মেশিন নির্মান করে উপজেলা প্রশাসনের কাছে হস্তন্তর করলেন কালিগঞ্জ উপজেলার পাওখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা খান শাহারুখ। একই সাথে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ন বাজার ও মাকেট গুলিতে পন্যের মূল্যে তালিকা বোর্ড টানানোর উদ্বোধন করা হয়েছে। বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধে ও মোকাবেলায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন নিরালস ভাবে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা ও সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে কাজ করে চলেছে। সেই মুহুর্ত্বে খান শাহারুক, আজিজুর, শাহিনুর, উত্তম, আতিকুর ৫/৬ জন যুবক মিলে উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা উদ্যাক্তা খান শাহারুখ পরিকল্পনায় কাঠ, স্পৃরিং, নাট বল্টু ও আরএফএল এর কিছু সামগ্রী ব্যবহারের মাধ্যমে হাতে স্পর্শ ছাড়া হাত জীবানু মুক্ত করন প্রযুক্তি মেশিনটি প্রস্তুত করে। ১৫ মে শুক্রবার বিকাল ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে উন্নত প্রযুক্তির উদ্ভাবনদ্বারা পা চালিত হাত ধোয়ার মেশিনটি উপজেলা পরিষদের চেয়ারমান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের কাছে উপহার হিসেবে হস্তান্তর কারেন কালিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক খান শাহারুখসহ অন্যান্য শিক্ষক। এসময় উপজেলা পরিষদের চেয়ারমান সাঈদ মেহেদী বলেন, কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিষদ করোনা ভাইরাস মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজে করে যাচ্ছে। আমার বন্ধু শাহারুখ প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে হ্যাসাস এন্যালাইন্সে এর মাধ্যমে হাতের কোন স্পর্শ ছাড়াই পা দিয়ে হাত ধোয়ার কৌশল এটি সকলের মাঝে জানাতে হবে। দরকার হলে গুরুর্ত্বপূন স্থান ও স্কুলে এটি ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল বলেন রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ করাই উত্তম। করোনা ভাইরাস এর প্রর্দূভাবের সময় হাতের স্পর্শ ছাড়া পা চালিত হাত ধোয়া মেশিন তৈরী করার জন্য ধন্যবাদ জানান। প্রতিবন্ধী স্কুলের শিক্ষক খান শাহারুখ জানান, পাওখালী প্রতিবন্ধী স্কুলের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন স্যারের উৎসাহ ও অনুপেরনায় আমি সহ আরো ৪/৫ জনের পরিশ্রমে গত ১ সপ্তাহ ধরে মিস্ত্রী আজহারুল ইসলামের মাধ্যমে আমরা এই হাত ধোয়া মেশিনটি তৈরী করতে পেরেছি। মেশিনটি আরো তৈরীর জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন। প্রাথমিক পর্যায়ে মেশিনটি জনসাধারন কে দেখানো ও হাত ধোয়ার জন্য উপজেলা পরিষদের সামনে রাখা হয়েছে। সংবাদটি ৫২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু