কালিগঞ্জে নির্বাহী কর্মকর্তা বরাবর ডেকোরেটর মালিক-শ্রমিক বাবুর্চিদের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ | আপডেট: ১১:০৯:অপরাহ্ণ, জুন ৭, ২০২০

ডেকোরেটরের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ শ্রমিক বাবুর্চি তাদের নিপুন কারুকার্য রান্নাবান্না থেকে শুরু করে সাজসজ্জা অনুষ্ঠানকে সুন্দর করে তোলে। সেই সমস্ত ডেকোরেটরের মালিক-শ্রমিক বাবুর্চিরা আজ পরিবার পরিজন নিয়ে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়ে মানবতার জীবন যাপন করছে। গত ৩-৪ মাস ধরে কাজ বন্ধ থাকায় ডেকোরেটর মালিকদের দোকানের ক্রোকারিজ মালামাল কাপড় অন্য জিনিস পত্র নষ্ট হতে বসেছে। কর্মহীন মানুষদের জন্য খাদ্য সহায়তা প্যাকেজ প্রণোদনা সহ ৪ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দিয়েছেন বলে তারা জানিয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

৭ই জুন সকাল সাড়ে দশটায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে কালীগঞ্জ উপজেলা ডেকোরেটর মালিক-শ্রমিকদের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়ার পূর্বে তারা এক সমাবেশ করে। সমাবেশে সংগঠনের সভাপতি গোপি রঞ্জন অধিকারী জানান আজ প্রায় সহস্রাধিক শ্রমিক মানবেতর জীবনযাপন করছে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকার কারণে ডেকোরেটরের কাজে নিয়োজিত শ্রমিক বাবুর্চিরা পরিবার পরিজন নিয়ে দরিদ্র সীমার নিচে অবস্থান করছে। সে জন্য সরকারি সুযোগ সুবিধা খাদ্য সহায়তার দাবী জানান।

পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অর্থনৈতিক সমস্যা সমাধানের সহযোগিতা কামনা করেন। পরে উপস্থিত শতাধিক ডেকোরেটর মালিক-শ্রমিক ও বাবুর্চিদের সর্বসম্মতিক্রমে গোপি রঞ্জন অধিকারী কে সভাপতি ও সেরাজ হোসেনকে সাধারণ সম্পাদক এবং হোসেন আলী কোষাধ্যাক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা ডেকোরেটর মালিক-শ্রমিক বাবুর্চি সমিতি গঠন করা হয়। পরে সকলে কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত হন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের দাবি দাবা সম্মিলিত প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।