কালিগঞ্জ পাঠাগারে বরণ্য চলচিত্রকর তারেক মাসুদ স্মরণে আলোচনা সভা

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০ | আপডেট: ১১:১৩:অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

কালিগঞ্জে তারেক মাসুদ মুভি ক্লাবের আয়োজনে ১৪ আগষ্ট শুক্রবার বিকাল ৫টায় কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারে বরেন্য চলচিত্রকার তারেক মাসুদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায়, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সিফাত উদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহীম, দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী, তরুন বক্তা সুস্মিত সাইফ আহমেদ, কবিতা আবৃতি করেন শারমিন আহমেদ এশা, হাবিবা হেনা, সঙ্গীত পরিবেশন করেন, জাহাঙ্গীর হোসেন, মেহেদী ও সাইফ আহমেদ প্রমূখ। প্রখ্যাত চলচিত্রকর তারেক মাসুদ ২০১১ সালে ১৩ আগষ্ট কাগজের ফুল নামক একটি চলচিত্র নির্মানের স্পট পরিদর্শন শেষে, ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর এর জোকা এলাকায় সড়ক দূর্ঘটনায় চলচিত্রকর তারেক মাসুদ ও এটিএন নিউজের নির্বাহী প্রধান মিশুক মনির সহ ৫ জন সড়ক দূর্ঘটনায় নিহত হন।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা