কালিগঞ্জ কুশুলিয়া ইউনিয়নে দেবহাটা থেকে আগত এক জনের করোনা শনাক্ত প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ | আপডেট: ৬:৩৫:অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ কুশুলিয়া ইউনিয়নের, কুশুলিয়া গ্ৰামের ০৯নং ওয়ার্ডে বিকাশ চন্দ্রের বাড়িতে তার বোনাই চন্দ্র শেখর দাশ(৫০), পিতা- হরিপদ দাশ দেবহাটা থেকে সাত দিন যাবত জ্বর নিয়ে এখানে আসে, গত ২৬/০৬/২০২০ তারিখে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছিল। আজ ২৮/০৬/২০২০ তারিখে তার রিপোর্ট পজেটিভ এসেছে, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে থানা প্রশাসন ও কুশুলিয়া করোনা এক্সপার্ট টিমের সহকারী টিম লিডার হারুন অর রশীদ ও ওমর ফারুক এবং সদস্য শহিদুল, মতিউর ও মিঠুন, দফাদার রফিকুল ইসলাম ও গ্ৰাম পুলিশ সোকর আলী সহ তাদের বাড়ি লকডাউন নিশ্চিত করা হয়, এবং পাশাপাশি আরও দুই বাড়ি দুইজন কে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। করোনা আক্রান্তকরোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৭৯৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু