কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ | আপডেট: ১১:১৪:অপরাহ্ণ, জুন ৭, ২০২০ কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে পাঁচ টায় সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুছ সাহাদাত রাজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেসুর রহমান মুকুল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক চন্ডী চরন মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি গফফার মল্লিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আ: রহমান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনেরনেতারা উপস্থিতি ছিল। সংবাদটি ৩০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু