“কালজয়ী শেখ মুজিবুর রহমান” প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০ | আপডেট: ১:১৮:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ কালজয়ী শেখ মুজিবুর রহমান …………রুদ্র অয়ন জয় বাংলা জয়ের ধ্বনি কণ্ঠে বজ্র ডাক, জয়ের নেশায় বীর বাঙালি দেয় যুদ্ধের হাঁক। জাতির পিতার বজ্র ভাষণে গড়ে বীর বাহিনী বিজয়ের অমর ইতিহাসে আছে সেই কাহিনী। জন্মেছিলেন কালজয়ী টুঙ্গিপাড়া গ্রামে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নামে। বাংলার আকাশ বাতাস ফিসফিসিয়ে কয়, বিজয় নিশান হাতে মুজিব দেশ করেছেন জয়। প্রতি বছর সতেরো মার্চ আসে ঘুরে ফিরে, মানসপটে মুজিব হাঁসেন লক্ষ শিশুর ভিড়ে। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা কবি রুদ্র অয়নকালজয়ী শেখ মুজিবুর রহমানজয় বাংলা জয় বঙ্গবন্ধু সংবাদটি ৪৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ