কাদাকাটিতে কালাভার্ট নির্মান কাজ উদ্বোধন প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০ | আপডেট: ১০:১৭:অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০ নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা): আশাশুনি উপজেলার কাদাকাটিতে গ্রামীণ রাস্তায় কালভার্ট নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা নির্মান কাজের শুভ উদ্বোধন করেছেন। গ্রামীণ রাস্তায় ১৫ মিঃ দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মান শীর্ষক প্রকল্পের আওতায় কাদাকাটি ইউনিয়নের খেজুরডাঙ্গা এলাকায় শ্মশানঘাট সংলগ্ন রাস্তায় সরকারি উদ্যোগে কালভার্ট নির্মান কাজের অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৭ লক্ষাধিক টাকা। মিম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজের ওয়ার্ক অর্ডার পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিক ভাবে কজের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, পিআইও অফিসের সহকারী প্রকৌশলী মামুনুর রশিদসহ স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কালভার্টটি নির্মীত হলে এলাকার পয়ঃ নিস্কাশনের ক্ষেত্রে অনেক উপকার আসবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২৮৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১