কলেজ ছাত্রী আঁখি হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০ | আপডেট: ৫:৫৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০ মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় কলেজ ছাত্রী আকলিমা খাতুন আঁখিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে তালা-পাটকেলঘাটা সড়কের গোপালপুর গ্রামের প্রধান সড়কের উপর উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। পল্লী সমাজের সভা প্রধান অনিমা রানী দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় কুমার দে, পল্লী সমাজের সাধারণ সম্পাদক কুলছুম বেগম, কোষাধ্যক্ষ শ্যামলী রানী রায় প্রমুখ। উক্ত মানববন্ধনে কলেজ ছাত্রী আকলিমা খাতুন আঁখি হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। সংবাদটি ৩৪২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত