কলারোয়া সীমান্তে দুই কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪ | আপডেট: ৫:৪৯:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে দিয়ে ভারত থেকে আসা দুই কেজি হেরোইন জব্দ করেছে বিজিবির সদস্যরা। তবে এসময় কোনো মাদক চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বুধবার (২১ আগস্ট) ভোরে কলারোয়া উপজেলার দকলের মোড় এলাকা থেকে এই হেরোইন জব্দ করা হয়।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলায় কাকডাংগা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাঠোয়ারীর নেতৃত্বে একটি চৌকস দল সীমান্তের দকলের মোড় এলাকায় গোপনে অবস্থান নেয়। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা ওই এলাকা তল্লাশি করে একটি ব্যাগ হতে দুই কেজি ভারতীয় হেরোইন জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

জব্দকৃত হেরোইন আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স