কলারোয়া বেত্রবতী হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলার সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১৮তম এসএসসি ব্যাচের বিদায়ী সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আব্দুল জব্বারের সভাপতিত্বে ওই সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর বিদ্যালয় হতে ৫০ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল শুভেচ্ছা বক্তব্যে বলেন- ‘শিক্ষাই জাতির মেরুদন্ড, একটি শিক্ষিত তারুণ্য পারে উন্নত জাতি উপহার দিতে।’

সিনিয়র শিক্ষক মশিউর রহমান ও আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর লুৎফুন্নেছা লুতু, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি বিশ্বাস, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ.সভাপতি এসএম জাকির হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য আবদুল মোমিন, রোজিনা খাতুন, জাহাঙ্গীর হোসেন, ঠিকাদার শেখ শাহারুজ্জামান রুবেল, সহকারী শিক্ষক
তজিবুর রহমান, আনারুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী মুনযির হোসেন, জুয়েল বাবু, রিতা, কুহেলী, সুরাইয়া ইয়াসমিন, ১০ম শ্রেণির শিক্ষার্থী মাহি আল হাসান মাহি, মারিয়া সুলতানা, ৯ম শ্রেণির শিক্ষার্থী অর্ণবী পাল রিয়া, আল মামুন, ৮ম শ্রেণির শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস, মেহরাব তানহা, ৭ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা, তানভীর, সাথী, আজিজুর রহমান, রাবেয়া খাতুন, বুশরা, নবাগত শিক্ষার্থী অথৈ পাল রিংকু, পার্থ পালসহ সুশীল সমাজের নাগরিক, শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের পুরাতন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।
সুন্দরবনটাইমস.কম/ডেক্স