করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়েছে প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ | আপডেট: ১১:৩০:পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে সুকজান বেগম (৬৫) নামের আরও একজন নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৮ জন। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার রামনগন গ্রামের মৃত্যু করিম সরদারের স্ত্রী সুকজান বেগম। তিনি আরও জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে (১৮ আগষ্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন পাইকগাছা উপজেলার রামনগন গ্রামের সুকজান বেগম। সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সাড়ে ১১ টায় তিনি মরা যান । মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল আরও জানান,ভর্তির পর তাদের নমুনা সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই স্থানীয় প্রশাসন পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করেছে। এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৮ জন। সংবাদটি ৫৪৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান