করোনা প্রতিরোধে তালায় ছাত্রদল নেতাদের সাবান ও মাস্ক বিতরন

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ | আপডেট: ১০:৪৬:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

সংবাদদাতা, তালা(সাতক্ষীরা):
দেশের চলমান সংকটময় মুহুতে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব ও সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের নির্দেশনায় তালায় জনসচেতনার লক্ষে জীবানুনাশক স্প্রে, সাবান ও মাস্ক বিতরন করেছে ছাত্রদলের নেতারা।
সোমবার (৩০মার্চ) সকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দেওয়া কর্মসূচির আওতায় প্রথম দিনের মত তালা উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী শেখ রিজভী আহম্মেদের নেতৃত্বে উপজেলার কুমিরা বাসষ্ট্যান্ড, কদমতলা মোড়, পাটকেলঘাটা ওভার ব্রীজসহ কয়েকটি গুরুত্ব স্থানে এ সকল কার্যক্রম করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা কাজী মারুফ, জাকারিয়া মাসুদ মিঠু, আরিফ, শেখ ইয়াছিন হোসেন, আবুল হোসেন, হাবিবুর রহমান, আফজাল হোসেন, আরিফুল ইসলাম, জাহিদ, সুমন, জুয়েল প্রমুখ।
এসময় ছাত্রদল নেতারা কুমিরা বাজার, কদমতলা, ওভার ব্রীজ এলাকাসহ সড়কে চলমান যানবাহনে জীবানু নাশক স্প্রে, সাধারন মানুষের মাঝে হাত ধোয়ার সাবার ও মাস্ক বিতরন করেন।

এবিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী শেখ রিজভী আহম্মেদ বলেন, দেশে চলমান ক্রান্তিকালীন সময়ে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নিদের্শনা মোতাবেক প্রথম দিনের মত পাটকেলঘাটা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জীবানুনাশক স্প্রে, সাবান ও মাস্ক বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলাব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হবে। দেশের সকল সংকটময় মুহুর্তে ছাত্রদল জনগনের সাথে ছিলো এবং আগামীতেই থাকবে। এসময় তিনি দলমত নির্বিশেষে সকলকে যার যার অবস্থান থেকে করোনা ভাইরাস প্রতিরোধে আতœ-মানবতার সেবায় কাজ করার আহ্বান জানান।

সুন্দরবনটাইমস.কম/জুয়েল

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক