কবিতা: “মুজিব মানেই বাংলাদেশ” প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ | আপডেট: ১১:০৮:পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ ৫৬ হাজার বর্গমাইল জুড়ে রয়েছে তোমার নাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তুমি দিয়েছো নতুন প্রাণ, দিয়েছো আমাদের মুক্তি, তোমার বজ্র কণ্ঠে আজো খুঁজে পাই প্রাণে শক্তি! ঘাতকেরা ভেবেছিলো তোমায় হত্যা করে করবে নিঃশেষ! বুঝেনিকো তারা জাতির পিতা মুজিব মানেই বাংলাদেশ। কবি রুদ্র অয়নকবিতা সংবাদটি ২৩৮৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?