কবিতা: “পারিস যদি বুঝে নিস” প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০ | আপডেট: ৪:৪৯:অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০ পারিস যদি বুঝে নিস ……..রুদ্র অয়ন যতই দৃষ্টির আড়ালে থাকিস তুই, হৃদয় পটে তোকে দেখি রোজ। নিত্য হয়না দেখা বটে তবু এই মনের গহীনেই তোর বসবাস! নয়ন সম্মুখে পারিনা বলতে কিছুই, মনে জাগে ভয় যদি করিস প্রত্যাখান! তোরই প্রত্যাখানে তবে যে স্বপ্নগুলোও ভেঙে হবে গুড়ো গুড়ো। তার চেয়ে ঢেড় ভাল স্বপ্ন হয়েই তুই থাক বরং একান্ত নিজস্ব ভাবনায়। মনের জমে থাকা কথাগুলো মনের গভীরে নিরবেই থেকে যায়। অনেক কথা যাই বলে তবু হয়না বলা কিছুই রয়ে যায় মনে মনে। নিরবতা যে অনেক কথারই মানে, পারিস যদি বুঝে নিস ; যদি পারিস আমার নিরবতা পড়ে নিস দু’চোখের কোণে। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা কবি রুদ্র অয়নকবিতা পারিস যদি বুঝে নিস সংবাদটি ৬৯০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?