কবিতা: ’কাটলো অমানিশা’

কাটলো অমানিশা

……..শ্যামল বণিক অঞ্জন……….
কন্ঠে তোমার শুনেছিলাম
শিকল ভাঙার গান,
তর্জনীতে জেগে ওঠার
ছিলো আহবাণ।
নিকষ আঁধার মাঝে তুমি
দিলে সঠিক দীশা,
আলো ঝলমল হলো যে পথ
কাটলো অমানিশা।
পিতা তুমি দিলে এ দেশ
স্বাধীনতার সুখ,
ইতিহাসে চির অম্লাণ
পিতা তোমার মুখ।
সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা