কবিতা: “কল্কি অবতার” প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০ | আপডেট: ১০:৩৭:অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০ কল্কি অবতার তুলোশী চক্রবর্তী কোটি কোটি জানাই প্রনাম শ্রীকৃষ্ণের পাদপদ্মে রক্ষা করো তুমি প্রভু তোমার ভক্তে, প্রভু বলে তুমি গিয়েছিলে যুগ দ্বাপরেতে অধর্মে পূর্ন্য হলে তুমি আসো শয়তানকে নাশিতে, বিনাশ করো তুমি সকল পাষন্ড দুষ্টের আবির্ভূত হও তুমি রক্ষা করতে সাধুদের, সেদিন পাষন্ডেতে কেড়ে নিয়েছে প্রাণ যে সাধু দ্বয়ের সহনশীল সদগুনে বিভূষিত তারা কি শত্রু ছিল সে জীবের? যে ভক্তের হৃদে হে শ্রীকৃষ্ণ তুমি থাকো পূজ্যমান তুমি সইতে পারছো ?বিনা দোষে যাচ্ছে যে ভক্তের প্রান? ন্যায় বিচার কবে পাবো ওহে জনার্দণ? ভক্তের দুঃখ কবে হবে নিবারণ? আর কত সময় অতিবাহিত হলে পড়ে আসবে তুমি দশম অবতার কল্কি রুপ ধরে? কবি তুলোশী চক্রবর্তীকবিতা সংবাদটি ৫৫৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?