কবিতা: “একাকী একজন“ প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ | আপডেট: ১২:১৯:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ একাকী একজন ……….রুদ্র অয়ন ভালোবাসা শব্দটিকে নিবিড় আলিঙ্গনে বুকে আগলে রেখে ভালোবাসতে চেয়েছিলেম, ভালবাসার মানুষের মাঝে আজ অন্য কারও বসবাস ! শত প্রতিশ্রুতির মিথ্যে বেড়াজাল গড়েছিলে শুধুই। তোমার মেকি ভালবাসা আর প্রতিশ্রুতি ভাঙার চিৎকারে স্মৃতির পাতার ঘর্ষণে বিদ্যুৎ চমকায়, ঝড় ওঠে আমার হৃদয় আকাশে। অবুঝের মতো সরল বিশ্বাসে হৃদয়ের ক্যানভাসে স্বপ্ন এঁকে যেতাম তোমায় নিয়ে। বুঝিনি খেয়ালি ভাবনায় ভালবাসার কথা বলতে আমায়! স্বার্থের প্রয়োজনে অন্যের বুকে সুখ খুঁজে নিয়েছো তুমি! আর আমায় ভাসিয়েছো বেদনার নীলে জলে। একাকীত্বের মাঝে আমি দীর্ঘনিঃশ্বাসের দেয়ালে এঁকে যাই তোমার প্রতিচ্ছবি। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা একাকী একজনকবি রুদ্র অয়নকবিতা একাকী একজনভালবাসার কবিতা সংবাদটি ৫৭৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?