কবি ইব্রাহিম রেজাকে পল্লী কবি জসিম উদ্দীন সাহিত্য সম্মাননা প্রদান প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ | আপডেট: ২:০৫:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ দৈনিক গ্রামের কাগজের ভ্রাম্যমান প্রতিনিধি ও চুকনগর প্রেসক্লাবের নির্বাহী সদস্য কবি ইব্রাহিম রেজাকে পল্লী কবি জসিম উদ্দীন সাহিত্য সম্মননা প্রদান করা হয়েছে। গত ২২ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পল্লী কবি জসীম উদদীনের ১১৯ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত সাহিত্য উৎসবে লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে তাকে কবি জসিম উদ্দীন সন্মাননা স্মারক প্রদান করা হয়। সাহিত্য উৎসবের আহবায়ক কথা সাহিত্যিক জয়শ্রী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সন্মাননা স্মারক প্রদান করেন শিশুসাহিত্যিক রফিকুল হক দাদু ভাই।এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রালয়ের যুগ্ম-সচিব শওকত আলী,বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল,কবি পুত্র খুরশীদ আনোয়ার জসীম উদদীন, লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম কনক প্রমুখ। সংবাদটি ২৫৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু