ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ৪:৩৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ওজনে কম দেওয়ায় এক ফিলিং স্টেশন ও দুটি অয়েল লুব্রিকেন্ট দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সদর উপজেলার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পরিমাপে কম দেওয়ায় সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন দীপা পার্টস হাউসকে ১০ হাজার এবং আল্লাহর দান মটরসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং ক্রেতা সাধারণকে প্রতারণা হতে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা সংবাদটি ৩৫৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান