এসএসসি ফলাফলে এগিয়ে যাচ্ছে কপিলমুনি বালিকা বিদ্যালয় প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ | আপডেট: ৮:৪৯:অপরাহ্ণ, জুন ৩, ২০২০ একের পর এক ভালো ফলাফল করছে পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। ২০২০ সালে এসএসসি পরীক্ষায় ৮৯.৫৬ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বছর বিদ্যালয়টিতে ১১৬ জন ছাত্রীর মধ্যে ১১৫ জন পরীক্ষায় অংশ নেয়। অংশ গ্রহনকারী ছাত্রীদের মধ্যে ১০৩ জন পাস করেছে। তার মধ্যে গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে ৮ জন ও জিপি এ-৫ পেয়েছে ১৬ জন ছাত্রী। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ভালো ফল করছে, এজন্য আমি শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, পরিচালনা পরিষদ, পিটিএসহ বিদ্যালয়ের শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ এসএসসি সংবাদটি ৪৩২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ