একাত্তরের আর্তনাদ প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৬:৫০:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ লেখক সরদার এমএ মজিদ একাত্তরের আর্তনাদ ………সরদার এম.এ মজিদ……… একাত্তরের আর্তনাদ, আর পঁচাত্তরের কাল্ রাত, রক্তের বন্যা বয়ে গেছে সেদিন মোরা করেনী আতাঁত। পঁচিশ বৎসর কষাঘাতে রেখে, শেষে মারল ছোবল, জন্মভূমি রক্ষার জন্য সেই দিন ধরে ছিলাম সাবল। শস্য-শ্যামল আর সবুজে ঘেরা মোদের প্রিয় বাংলাদেশ, ঝাঁকে ঝাঁকে কত মারছে মানুষ, পাক হায়নারা করেছে শেষ। কত খাল-বিল নদী-নালায় সেদিন রক্ত গেছে বয়ে, অঝর নয়নে কাঁদতে কাঁদতে মোদের গেছে সহে। কত হারায়েছে গৃহ পরিবার কতই মিশে গেছে ধূলোয় ধূসর, স্বপ্ন মোদের হয়েছে সুফল, কত রক্ত গেছে বহে নদী ও সাগর। কত শিশু মায়ের আহাজারী এখনও আছে কত শহর গ্রামান্য, যার কারনে হয়েছি ধন্য চিরদিন এ বাঙ্গালী জাতি করবে মান্য। কত ত্যাগ ইজ্জত রক্তের বিনিময়ে মোদের প্রিয় বাংলাদেশ, কাগজ কালি কত ফুরায়ে যাবে, ইতিহাস লেখা হবে না শেষ। স্বজন হারানোর আজও আহাজারী বিজয়ের মাস দেয় স্বরণ করি, আকাশ বাতাস এতই কেঁদেছিল ভয় ছিল সেদিন ভেঙ্গে কি মরি। পিতা মাতার আদরের দুলালী জাতি ধর্ম দুগ্ধ শিশুর নেই কোন পরিচয়, চুকনগরে সুন্দরী নামে এক কন্যা কালের স্বাক্ষী হয়ে এখনও রয়। নিষ্পাপ শিশু আর জনতারে, পাক হায়নারা মারছে গণহারে, এদের কিন্তু লেলিয়ে ছিল, রাজাকার আর আলবদরে । গণহত্যা আর কাল্ রাত্রের সেদিন যাহাদের ছিল কাল হাত, এই বাংলায় যেন দেখে যেতে পারি তাদের স্বমূলে হয়েছে উৎখাত। বাস্তববাদী লেখক ও গবেষক: সরদার এম.এ মজিদ পাটকেলঘাটা, সাতক্ষীরা মোবাইল নং- ০১৭২৩৯১২৭৪১ একাত্তরের আর্তনাদলেখক সরদার এম.এ মজিদ সংবাদটি ২৮০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?