উপকুলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের দাবীতে মানববন্ধন প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০ | আপডেট: ৫:৩৬:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০ সাতক্ষীরার উপকুলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। জেলা নাগরিক কমিটির আয়োজনে বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সামনে দূর্যোগ আবহাওয়ার মধ্যে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন শেষে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী বরাবর সাতক্ষীরাসহ উপকূলবাসীর বর্তমান অবস্থা তুলে ধরে বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবলু, এড. আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা এ সময় সাতক্ষীরার উপকুলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের জোর দাবী জানান। সংবাদটি ৩৯৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান