ইচ্ছে জাগে প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯ | আপডেট: ১০:৪৭:অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯ ইচ্ছে জাগে …………………মহিউদ্দিন বিন্ জুবায়েদ…………………. নদীর মতো হতোম যদি ইচ্ছে জাগে মনে, উদারতার মহৎ কাজের প্রহর গুনে গুনে। বিশাল আকাশ দিল খোলা মন ওই দিগন্ত, থোকা থোকা ফুলের শাখা জাগায় যে মন্ত ইচ্ছে জাগে হাওয়ায় উড়ি শূণ্যে তেপান্তর, ভালোবাসা এদেশ ভূমির যেথায় বাঁধি ঘর। কোলাকুলি ভোলাভুলি ইচ্ছে মনের সুপ্ত, ছড়া লেখা ছড়া পড়ায় মনের ঘরে লুপ্ত। কত কি যে ইচ্ছে জাগে মন আকাশে ঘুড়ি, সকাল বিকাল হৃদয় চষে দেয় সুরসুরি। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি: মহিউদ্দিন বিন্ জুবায়েদ/শেরপুর ইচ্ছে জাগেকবিতা সংবাদটি ৩২০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?