আশাশুনিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শ্যালকের পিটুনিতে ভগ্নিপতি নিহত প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯ | আপডেট: ১১:১৩:পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেঁতুলিয়া বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শ্যালকের পিটুনিতে ভগ্নিপতি পঞ্চরাম সরকার (৪২) নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার রাতে আশাশুনি উপজেলার মিত্র তেঁতুলিয়া গ্রামের গৌরপদ সানার ছেলে ধীরশান্ত সানা তার ভগ্নিপতি ঝিকরা গ্রামের মৃত কানাই লাল সরকারের ছেলে পঞ্চরাম সরকারের কাছে ৩ হাজার ৫ শ’ টাকা পেতেন। এনিয়ে অনেকবার বসাবসি হলেও ভগ্নিপতি টাকা শোধ করেননি। সন্ধ্যায় টাকা লেনদের নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধীরশান্ত সানা তার ভগ্নিপতি পঞ্চরাম সরকারকে মারপিট করতে থাকে। পঞ্চরাম শ্যালকের লাাথির আঘাতে মাটিতে লুটিয়ে মারা যান। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা সংবাদটি ২৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১