আশাশুনিতে জেলা পরিষদের পক্ষে চিকিৎসা সহায়তার চেক প্রদান প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ | আপডেট: ৭:৪৪:অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ আশাশুনিতে চিকিৎসা সহায়তার চেক প্রদান করছেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান। আশাশুনিতে দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত ৪ ব্যক্তিকে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করেছেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে জেলা পরিষদের নিজ তহবিল থেকে আশাশুনি গ্রামের শাহাবুদ্দীন গাজীর স্ত্রী হাসিনা খাতুন, মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল্যাহ সরদার, জুবায়ের সরদারের স্ত্রী ছাবিকুন্নাহার ও শ্রীকলস গ্রামের কফিল উদ্দীনের স্ত্রী মাহফুজা খাতুনের পরিবারের হাতে তিনি এ সহায়তা প্রদান করেন। প্রত্যেককে ৫ হাজার টাকার চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, সুজন’র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংবাদিক আলী নেওয়াজ, মাসুদুর রহমান প্রমুখ। সংবাদটি ৩১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১