আশাশুনিতে এসএসি দাখিল ও ভকেশনাল পরীক্ষার প্রস্তুতি সভা

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ৯:৫৮:অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
আশাশুনিতে এসএসসি দাখিল, ভকেশনাল ও কারিগরি পরীক্ষা অনুষ্ঠানের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। আগামী ৩ ফেব্রুয়ারি হতে অনুষ্ঠিতব্য এসএসসি, দাখিল, ভকেশনাল ও কারিগরি শিক্ষা পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃংখল ভাবে পরীক্ষা অনুষ্ঠানের বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর কঠোর প্রয়োগ এবং পরীক্ষা সংক্রান্ত বিধি বিধান যথাযথ ভাবে প্রতি পালনের বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। ২ হাজার ৯ শত ১৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক