আশাশুনিতে এপিএল টি-২০ ক্রিকেটের ৪র্থ খেলায় খুলনার জয়

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ | আপডেট: ২:০৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা):
আশাশুনিতে আট দলীয় এপিএল টি-২০ নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

চলমান সংঘের আয়োজনে খেলায় আশাশুনি উপজেলার বাহাদুরপুর ক্রিকেট একাদশ ও খুলনা ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাহাদুরপুর ক্রিকেট একাদশ ৫৫ রানে সব কয়টি উইকেট হারায়। জবাবে খুলনা ক্রিকেট একাদশ ৪.৫ বলে ১ উইকে ৫৭ রান তুলে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের হোসেন আলী ম্যাচ সেরার পুরষ্কার লাভ করেন। খেলায় আম্পায়ার ছিলেন, দীপন মন্ডল ও রাকিবুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও ক্রিকেট বিশ্লেষক আসাদুজ্জামান।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক