আশাশুনি বাজারে মোবাইল কোর্ট: মাস্ক ক্রয়ের হিড়িক

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ | আপডেট: ৮:৪৭:অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা।

আশাশুনি বাজারে হঠাৎ করে মাস্ক ব্যবহার না করা ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করায় মানুষের মধ্যে মাস্ক ক্রয়ের হিড়িক লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি বাজারে মোবাইল কোর্ট পরিাচলনা করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন সুলতানা মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫ ব্যক্তির বিরুদ্ধে ৫টি মামলা ও ৮০০ টাকা জরিমানা করা হয়।

 

মোবাইল কোর্টেও খবর পেয়ে বাজাওে আগত ব্যক্তিবর্গ দ্রুততার সাথে বিভিন্ন দোকানে ভীড় জমিয়ে মাস্ক ক্রয় শুরু করেন। মুহুর্তেও মধ্যে বাজাওে মাস্ক কাটতির ফলে ব্যস্ত সময় পার করেন ব্যবসায়ীরা।

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স