আমজনতার আম কাহন প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ৯:৩৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ আমজনতার আম কাহন ……..শ্যামল বণিক অঞ্জন…….. আমজনতার আম বাগানে দৃষ্টি সদা বাঁদুড়ে, ছুটে আসে আমের ঘ্রাণে থাকুক কাছে বা দূরে। ধ্বংস করে স্বাদের ফল অংশ নিয়ে আঁধারে, সাধ্য কি আর আছে কারো দিবে ওদের বাঁধারে ? চুষে নিয়ে রসটা আমের রাখে ফেলে আঁটি যে, যায় বৃথা হায় মূল্য শ্রমের স্বপ্ন আশা মাটি যে ! হারায় চাষী মুখের হাসি আমের সাথে ছালাও, অমানীশায় আমজনতার জীবন ঝালাপালাও ! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা আমজনতার আম কাহনকবি:শ্যামল বণিক অঞ্জনকবিতা আমজনতার আম কাহন সংবাদটি ৩৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?