আঁঠারমাইলে সরকারী জায়গা দিয়ে চলাচলের রাস্তা বন্দ করে দেয়ায় ৩টি পরিবার গৃহবন্দী প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ আঁঠারমাইলের মাগুরাঘোনায় হাঁস ধানের পাতার জমিতে যাওয়ার কারণে দীর্ঘদিন সরকারী জায়গা দিয়ে চলাচলের রাস্তা লাঠির জোরে বন্দ করে দিয়েছে প্রতিপক্ষরা। ফলে ৩টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম মৌজার কাঞ্চনপুর দফাদার পাড়ায় শহর আলী দফাদারের পুত্র ফারুক হোসেন দফাদার, আব্দুল ওয়াহাবের পুত্র আলমগীর হোসেন দফাদার ও মৃত কওসার আলী দফাদারের পুত্র আকাম দফাদার দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশের সরকারী জায়গা দিয়ে চলাচল করে। কিন্তু সেই সময় একই গ্রামের আফসার আলী দফাদারের পুত্র শহিদুল ইসলাম দফাদার সরকারী জায়গায় রাস্তা তৈরির করার জন্য লাঠির জোরে ভয়ভীতি দেখিয়ে পাঁচ শত টাকার নন জুডিশিয়ার ষ্ট্যাম্পে করে ৪০হাজার টাকা আদায় করে। কিন্তু তারপরও গত ১৭ডিসেম্বর তাদের একটি হাঁস ধানের পাতার জমিতে যাওয়ার কারণে শহিদুল ইসলাম ও আব্দুস সালামের নেতৃত্বে আরও ৮/১০জন ব্যক্তি জোরপূর্বক রাস্তাটি ঘিরে দিয়েছে। বতর্মানে অসহায় পরিবার গুলো গৃহবন্দী হয়ে পড়েছে। এব্যাপারে শহিদুল ইসলাম টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন আমি রাস্তা দিয়েছি আলমগীরকে। সেই রাস্তা দিয়ে আমি অন্য কাউকে চলতে দেব না। সংবাদটি ৩৩০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু