আঁঠারমাইলে গাজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ | আপডেট: ৮:৫৭:অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ চুকনগরের আঁঠারমাইলে প্রায় ৮শ গ্রাম গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার সকালে বাজারের গরু হাট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রুপসা থানার ভদ্রাগাতি গ্রামের এনায়েত হাওলাদারের পুত্র আবু তাহের হাওলাদার (৩০) ও সদর সাতক্ষীরা থানার বৈকারী গ্রামের মৃত ইসমাইল হোসেন মোল্যার পুত্র আব্দুস সালাম মোল্যা (৪৫)। জানা যায়, মাদক ব্যবসায়ীদ্বয় উক্ত রাস্তা দিয়ে গাজা নিয়ে যাচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ কনি মিয়ার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৮শ গ্রাম গাজা সহ তাদেরকে আটক করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি ৬৭০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু