অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নির্বাচিত প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ | আপডেট: ১:১৯:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে এক সভা তাঁর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, সাংবাদিক সৈয়দ জুনায়েত আকবর, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সর্বম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়াবিদ সাবেক ফুটবলার ও আন্তঃ ইউনিয়ন ফুটবল র্টুনামন্টেরে সফল পরচিালক অধ্যক্ষ এনামুল ইসলামকে তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সাথে প্রধান শিক্ষক হোসনে আরা খানম, সহকারি শিক্ষক মাহফুজুর রহমান, মো. ময়নুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, সৈয়দ তরিকুল ইসলাম ও মো. আসাদুল ইসলামকে ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী আমিনুল হক আফরার মৃত্যুতে পদটি শুন্য ছিল। সংবাদটি ২৭২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত