তালায় শিশুতীর্থের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ | আপডেট: ৮:০৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা): তালা উপজেলা সদরের শিশু শিক্ষা প্রতিষ্ঠান শিশুতীর্থের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন শিশুতীর্থের প্রতিষ্ঠাতা সভাপতি ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশুতীর্থের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন। শিশুতীর্থের শিক্ষক নারায়ণ চন্দ্র পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জয় বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা নামজমুন নাহার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহঃ অধ্যাপক অচিন্ত্য সাহা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা, উত্তরণ কর্মকর্তা আজহারুল ইসলাম এবং মোঃ আবুল হোসেন মাহমুদ প্রমুখ। এ সময় শিশুতীর্থের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় সুধী মহল উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত